Saturday, May 2, 2015

আকাশ ও মানুষ - নির্মেলন্দু গুণ

কবে থেকে আকাশ দাঁড়িয়ে আছে একা, 
তার বুক থেকে খসে পড়েছে কত তারা। 
বেঁচে থাকলে আরো কত তারাই খসবে, 
তা নিয়ে আকাশ কি দুঃখ করতে বসবে? 

না, বসবে না, আমি বলছি, লিখে নাও, 
আকাশকে তো মহান মানি এ-কারণেই। 
মনুষ্যবৎ হলে কি মানুষ তাকে মানতো? 

প্রিয়জন চলে গেলে মানুষই ব্যথিত হয়, 
আকাশ নির্বিকার, আকাশ কখনও নয়। 
তোমরা মানুষ, তাই সহজেই দুঃখ পাও, 
হে ঈশ্বর, আমাকে আকাশ করে দাও। 

No comments:

Post a Comment