Thursday, February 19, 2015

বড় একা আমি - মহাদেব সাহা

বড় একা আমি
নিজের ছায়ার মতো
শূন্যতার মতো
দীর্ঘশ্বাসের মতো
নিঃসঙ্গ বৃক্ষের মতো
নির্জন নদীর মতো
বিচ্ছিন্ন দ্বীপের মতো
মৌন পাহাড়ের মতো
আজীবন সাজা প্রাপ্ত দন্ডপ্রাপ্ত আসামির মতো
বড় একা আমি, বড় একা ...

1 comment: