Thursday, February 12, 2015

আত্মজ (সন্তান)

দীর্ঘ, বড় দীর্ঘ ছিলো শীত, 
রুক্ষ, বড়ো রুক্ষ ছিলো পথ-ও,  
তবুও তোকে আনতে গিয়ে একা, 
সয়েছি বুকে রক্তঝরা ক্ষত। 
তুমুল, সে কি তুমুল ছিল ঝড়,  
বুক ছমছম গহীন কালো রাত, 
কোথাও খুঁজে পাইনি কুটো খড়, 
একলা পথে ধরেনি কেউ হাত।    
এখন তোর ডালিম গালে রোদ,  
দেখে পলক ফেলতে ভুলে যাই, 
অনেক পথ এখনও চলা বাকী,  
তা হোক, তবু আর তো একা নই।  

''পারমিতার একদিন'' ছবির একটি কবিতা 
পরিচালক : অপর্ণা সেন 
আবৃত্তির কন্ঠ : ঋতুপর্ণা সেনগুপ্ত 

7 comments:

  1. eta ki Aparna r lekha naki onno karo?

    ReplyDelete
    Replies
    1. বীথি চট্টোপাধ্যায়ের লেখা

      Delete
    2. সুজাতা গঙ্গোপাধ্যায়

      Delete
  2. কার লেখা এটা

    ReplyDelete
  3. সুজাতা গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা।

    ReplyDelete